018 কোন সিম | 018 কি সিম | 018 কোন সিমের নাম্বার | 018 which operator in bangladesh

 আপনারা কিন্তু অনেকেই জানেন না 018 কোন সিম (018 ki sim) তো আপনারা যদি এই আর্টিকেলটি ধৈর্য ধরে সম্পন্ন করেন তাহলে 018 কোন সিমের নাম্বার । 018 কি সিম ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে পারবেন। চলুন তাহলে নিচে আলোচনা করি ০১৮ কোন সিম। 

018 কোন সিমের নাম্বার
018 কি সিম

018 কোন সিম বা 018 | সিমের নাম্বার

018 সিম হলো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টেলিকম কোম্পানি রবি সিম কোম্পানির। ০১৮ এটি রবি সিমের কোড। অর্থাৎ 018 কোন সিম বা ০১৮ কি সিম এর সহজ উত্তর হল রবি সিম। 

০১৮ কোন দেশের সিম (018 number bangladesh)

018 এটি বাংলাদেশের রবি কোম্পানি সিম। রবি সিম (Robi sim)  আপনি বাংলাদেশ ছাড়া অন্য কোন দেশে ব্যবহার করতে পারবেন না এটি শুধুমাত্র বাংলাদেশের সিম। 

রবি সিমের নাম্বার দেখার নিয়ম

রবি সিম নাম্বার চেক কোড বা রবি সিমের নাম্বার দেখার কোড  হলো 2# অথবা *140*2*4# এই দুটির মধ্যে যে কোন একটি কোড মোবাইল ফোনে ডায়াল প্যাডে ডায়াল করলে আপনারা খুব সহজেই রবি সিমের নাম্বার দেখতে পারবেন। আশা করি আপনারা রবি সিমের নাম্বার দেখার উপায় বা রবি নাম্বার চেক কোড কি এই বিষয় টি বুঝতে পারলেন। 

রবি সিমের ব্যালেন্স চেক | রবি সিমের টাকা দেখার নিয়ম (Robi balance check code)

রবি সিমের ব্যালেন্স দেখার নিয়ম ও খুব সোজা। আপনারা খুব সহজে রবি সিমে ব্যালেন্স চেক করতে পারবেন এর জন্য আপনারা ফোনের ডায়াল প্যাড এ গিয়ে *২২২# এ নাম্বারটি ডায়াল করবেন তাহলে রবি একাউন্ট চেক করতে পারবেন। রবি সিমের ব্যালেন্স কিভাবে দেখে আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পারলেন ।

রবি এমবি চেক কোড ২০২২ | রবি সিমে এমবি কিভাবে দেখে

রবি সিমের এমবি চেক করার জন্য মোবাইলে ডায়াল প্যাড এ গিয়ে *3# প্রেস করলে রবি এমবি চেক করতে পারবেন এছাড়া আপনারা *8444*88# এই কোডটি ডায়াল করেও রবি সিমের এমবি চেক করতে পারবেন। আশা করি রবি সিমের এমবি দেখার কোড এই বিষয়টি বুঝতে পারলেন । 

রবি মিনিট চেক কোড 2022 | রবি সিমের মিনিট দেখার কোড (robi minute card)

রবি সিমের মিনিট চেক করার হলো *222*2# অথবা *222*9#। এই কোড ডায়াল করে আপনারা রবি মিনিট চেক করতে পারবেন। এছাড়া আপনারা রবি অ্যাপস (robi app) থেকে ও মিনিট চেক করতে পারবেন। আশা করি রবি ফ্রি মিনিট দেখার নিয়ম টি বুঝতে পারলেন । 

রবি সিমের sms দেখার কোড

রবি এসএমএস চেক করার জন্য মোবাইলের ডায়াল প্যাডে *২২২*১০# অথবা *২২২*১১#  ডায়াল করলে রবি সিমের এসএমএস চেক করতে পারবেন।

রবি ইন্টারনেট অফার দেখার নিয়ম ২০২২

রবি সিমের ইন্টারনেট অফার দেখার জন্য ফোনের ডায়াল প্যাডে *৯৯৯# অথবা *১২১#  যেকোনো একটি কোড প্রেস করে বিভিন্ন অপশন দেখতে পাবেন তো অফার অপশনের পাশের যে নাম্বার আছে সেই নাম্বারটির নিচে দিয়ে সেন্ড করলে রবি সিমের অফার দেখতে পাবেন।

 

 

তো বন্ধুরা 018 কি সিম | 018 কোন সিমের নাম্বার এছাড়া রবি সিমের বিভিন্ন রকম তথ্য জানতে পারে। 

তো রবি সিম নিয়ে আজকের আর্টিকেলটি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ।

1 thought on “018 কোন সিম | 018 কি সিম | 018 কোন সিমের নাম্বার | 018 which operator in bangladesh”

Leave a Comment